রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রংপুরের বদরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
বদরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা জানান, রংপুরের বদরগঞ্জে রমজান আলি (১৩) নামে অষ্টম শ্রেনির ছাত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে উপজেলার লোহানীপাড়া ইউপির নাগেরহাটের সøুইস গেট এলাকা হতে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রমজান আলি বন্ধু সাজিদ ইসলামের সাথে গত ৭ জুলাই দুপুরে যমুনেশ্বরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। এলাকাবাসী ওই দিন সাজিদ ইসলামকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন রমজান আলি। শুক্রবার ভোরে লোহানীপাড়ার নাগেরহাটের সøুইসগেট এলাকা হতে তার লাশ উদ্ধার করা হয়। রমজান আলি লোহানীপাড়া ইউপির পেশকারপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, শিক্ষার্থী রমজান আলির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়িয়া (শরীয়তপুর) উপজেলা সংবাদদাতা জানান, শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুর নড়িয়া উপজেলার চরআত্রার খাসবাজার গ্রাম এর সামনে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকাল ৫টার দিকে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে সুরেশ্বর নৌ পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও পরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে লুঙ্গি ছিল। লাশটি নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।