রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আওয়ামী যুবলীগ নরসিংদী জেলা শাখা লকডাউনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে। শিবপুর ইটাখোলা মোড়কে কেন্দ্র করে এই খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ।
জানা যায়, ঢাকা-সিলেট, ইটাখোলা-আজমতপুর, ইটাখোলা-ভৈরব, ইটাখোলা-মনোহরদী সড়কসহ বিভিন্ন এলাকার হাজার হাজার অসহায় মানুষের মধ্যে এ খাবার পরিবেশন করা হয়। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব এলাকার কর্মহীন ২৫ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেছে।
খাবার বিতরণ পূর্ব এক সমাবেশে যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ একটি অতি জরুরি সেবা। এই জরুরি সেবা অব্যাহত রাখার জন্য যুবলীগের হাজার হাজার নেতাকর্মী মাঠে নেমেছে। যতদিন লকডাউন থাকবে ততদিন যুবলীগ সাধারণ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রাখবে। সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ সব সময় জনগণের পাশে ছিল। সকল দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করেছে। আওয়ামী যুবলীগ শেখ হাসিনার এই সেবামূলক ধারাকে অক্ষুণ্ন রাখবে। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের সদস্য নাদিম উদ্দিন সুজাল, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মিতু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।