Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পলাতক আসামি আটক

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে চুরি করতে গিয়ে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ইউসুফ শরীফ ওরফে সুমনকে আটক করেছে এলাকাবাসী। এসময় ডাকাতের হামলায় গৃহকর্তা নজরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটককৃত ইউসুফ শরীফ উপজেলার ফুলঝুড়ি গ্রামের আ. হক শরীফের ছেলে।
থানা সূত্রে জানা যায়, উত্তর মিঠাখালী গ্রামের জনৈক নজরুল ইসলামের বাড়িতে গত শুক্রবার গভীর রাতে দরজা কেটে ইউসুফ শরীফ ঘরে প্রবেশ করে। ঘরের লোকজন টের পেয়ে কৌশলে তাকে ঝাপটে ধরে। এসময় চোরবেশী ডাকাত গৃহকর্তাকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় ইউসুফ শরীফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে থানা সূত্র জানায়।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় গৃহকর্তা নজরুল ইসলামের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইউসুফ শরীফকে গতকাল শনিবার আদলতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ