Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ছে মৃত্যু ও সংক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১২:০০ এএম

সারা দেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এতে সৃষ্টি হচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট-
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে লাফিয়ে। সর্বাত্মক লকডাউনেও ঠেকানো যাচ্ছে না করোনার ভয়াবহ বিস্তার। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৮৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন আরো ১০ জন। গতকাল শুক্রবার সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে দুই হাজার ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৩৭ দশমিক ২৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩৪ শতাংশ। নতুন আক্রান্ত ৫১০ জন মহানগরীর এবং ২৭৩ জন জেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭৫৪ জন।
রাজশাহী ব্যুরো জনায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১ হাজার ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন ২২ জন নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২০ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নোয়াখালী ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩ জনের। ৪৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৩ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৭ শতাংশ। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি জানান।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতি আরো ভয়াবহ রূপলাভ করেছে। শুক্রবার সকালের পূর্ববর্তি ২৪ ঘণ্টায় এ অঞ্চলের ৬ জেলায় আরো ৫ জনের মৃত্যুর সাথে আগের দিনের চেয়ে বাড়তি ১০৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এসময়ে বরগুনা ও ঝালকাঠীতে দুজন করে এবং পিরোজপুরে আরো ১ জনের মৃত্যু হয়েছে।
বগুড়া ব্যুরো জনায়, বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬ জনসহ মোট ১৫ জন মারা গেছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ৯ জনের বাড়িই বগুড়ায়। বগুড়ার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.সাজ্জাদ-উল-হক গতকাল শুক্রবার স্বাস্থ্য বিভাগের পক্ষে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)এর করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে ছয়জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮শ’ ৩৩ জন। শনাক্তের হার ৩১ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬’শ ২৪ জনে।
কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান, কুষ্টিয়ায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই জেলায় শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। এছাড়া ২৬৫ জন রোগী হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।
পাবনা জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪৮ জন। জেলায় একদিনে শনাক্তের হিসেবে যা সর্বোচ্চ বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্যবিভাগ।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, দিন যত যাচ্ছে লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রতিদিন স্বজনহারানোর বেদনায় ভারি হচ্ছে গ্রাম শহর। শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, রাণীনগরে সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ১ সপ্তাহে ১০৯টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে ৩৫ জনের। যার শতকরা আক্রান্ত হার ৩২.১১ শতাংশ। এপর্যন্ত এই উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৬ জন ব্যক্তি মারা গেছে।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২৮ জন শনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ