বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে করেনা সংক্রমন এখনো উদ্বেগজনক পর্যায়ে। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরগুনায় ১ জনের মৃত্যু ছাড়াও ১ হাজার ৩৯০ জনের নমুনা পরিক্ষায় ৪৪১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে ১ লাখ ২৪ হাজার ৮৬৩ জনের নমুনা পরিক্ষায় ২০ হাজার ৫৬৮ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হল। এ অঞ্চলে ১৬ মাসের গড় সনাক্তের হার ১৬.৭০% হলেও গত ৮ দিনে তা ১.৪১% বেড়েছে। চলতি মাসের প্রথম ৮দিনেই দক্ষিণাঞ্চলে ৭ হাজার ৯২০ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হবার সাথে মারা গেছেন ২৭ জন। গত মে মাসে দক্ষিণাঞ্চলে ৯০৩ জন আক্রান্তের মধ্যে ২১ জনের মৃত্যু হয়। জুন ৯৬১ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৯ জন। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিনাঞ্চলের ৬ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দড়িয়েছে ৩৩২ জনে। গড় মৃতুহার ১.৬১%।
আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষার সংখ্যা ৮৮ জন বাড়লেও সনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় ১৮১ জন হ্রাস পেয়েছে। এসময়ে মহানগরী সহ বরিশাল জেলা এবং পিরোজপুর, ঝালকাঠী ও বরগুনাতে সনাক্তের সংখ্যা সামান্য কমলেও পটুয়াখালী ও ভোলাতে বেড়েছে।
তবে এখনো বরিশাল মহানগরী সহ পুরো জেলায় করোনা দাপিয়ে বেড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় মহানগরীতে ৭৬ জন সহ জেলায় নতুন সনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে ৪৮ হ্রাস পেয়ে ১২৫ জন হয়েছে। বরিশাল জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৮২৮ জন আক্রান্তের মধ্যে মহানগরীতে সংখ্যাটা দাড়িয়েছে ৬ হাজার ৪০৯ জনে। আর এ জেলায় যে ১৩৬ জনের মৃত্যু হয়েছে তার ৭১ জনই মহানগরীতে। এপর্যন্ত বরিশালে গড় সনাক্তের হার ১৯.০৭% হলেও গত কয়েক দিন ধরে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরিক্ষায় ৭০-৭৪% লোকের করোনা পজিটিভ সনাক্ত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল ঝালকাঠীতে। এসময়ে জেলাটিতে ২৫৭ জনের নমুনা পরিক্ষায় ৯৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৮ হাজার ৪৭৩ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৩৬৩ জনে। ৪ উপজেলার ঝালকাঠীতে এ পর্যন্ত গড় সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২৪.০৫%। মৃত্যু হয়েছে ৩৯ জনের।
বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৭৮ জনের নমুনা পরিক্ষায় ৬২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটির বামনা উপজেলার ৫২ বছর বয়স্ক এক ব্যক্তি বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসার পরে মারা গেছেন। এনিয়ে জেলাটির ১৪ হাজার ৭৫৬ জনের নমুনা পরিক্ষায় যে ১ হাজার ৭০৯ জন সনাক্ত হয়েছেন, তার মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১.৮১%। আর এপর্যন্ত গড় সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১১.২৪% হলেও গত এক সপ্তাহে তা ৩৩Ñ৬৫% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
দক্ষিণাঞ্চলের সর্র্বাধীক সনাক্ত হারের পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ২২৫ জনের নমুনা পরিক্ষায় ৬১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত গড় সনাক্তের হার ২২.৮০% হলেও গত ৮ দিনে তা ৭৩% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পিরোজপুরে এপর্যন্ত ১১ হাজার ৩২৯ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ৭৬৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ জনের।
পটুয়াখালীতেও নতুন সনাক্ত হয়েছে আরো ৩৯ জন। জেলাটিতে গত ২৪ ঘন্টায় ১৫৬ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের এ সংখ্যা মিলেছে। জেলাটিতে এপর্যন্ত ২২ হাজার ২৯ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ৭১৮ জনের দেহে করোনা সনাক্ত হলেও গত সপ্তাহধীককাল ধরে সংক্রমন উর্ধমুখি। জেলাটিতে এপর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। পটুয়াখালীতে গড় সনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বনি¤œ ১১.৭১ % হলেও মৃত্যুহার সর্বোচ্চ ২.১০%।
ভেলাতেও গত ২৪ ঘন্টায় সংক্রমন সংখ্যা বেড়ে আগের দিনের ৩০ থেকে ৩৪ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এসময়ে ১২২ জনের নমুনা পরিক্ষায় ৩৪ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। দ্বীপজেলাটিতে এ পর্যন্ত ১৫ হাজার ৮২০ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ১৮১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ১৩.২৩%। মারা গেছেন ২৬ জন। নদী বেষ্টিত এ জেলাটিতে মৃত্যুহার এখনো দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১.১৯% ।
স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘন্টায় আরো ৮৫ জন সহ সর্বমোট ১৫ হাজার ৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৭৮.৮১%। যা এ মাসের শুরুতে ছিল প্রায় ৮৫%।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।