Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে জিওসি

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৬:২৪ পিএম

সরকার ঘোষিত সপ্তাহব্যাপী নারায়নগঞ্জের ‘কঠোর লকডাউনের’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি যুক্ত হন। এরপর চাষাড়ার শহীদ মিনারের সামনে এসে তিনি নারায়নগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম,ক্যাপ্টেন জুবায়ের,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) হাসান বিন আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহানসহ সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির অন্যান্য কর্মকর্তা।

পর্যবেক্ষন শেষে ইসদাইরের ওসমানী পৌর স্টেডিয়ামে সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ