বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির নলছিটি উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের থেকে রক্ষা করতে জরুরী ফ্রি অক্সিজেন সেবা দিতে কাজ শুরু করেছেন দুকস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় নলছিটি পৌর ভবন চত্বরে দুঃস্থ কল্যাণ সংস্থা (দুকস)'র মানবিক এ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান ।
দুঃস্থ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচ এম সিজারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমনের সঞ্চালনায় ফ্রি অক্সিজেন সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির, সংরক্ষিত নারী কাউন্সিলর দিলরুবা রেজা, নলছিটি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলম সুমন, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, সাংবাদিক মোঃ কামাল হোসেন, মোঃ মশিউর রহমান, কৃষক লীগের নেতা মোহম্মদ হানিফ হাওলাদার প্রমূখ।
এসময় সংগঠনের পরিচালক হাসান আল মামুন লিমন জানান, করোনা (কোভিড-১৯) আক্রান্ত মুক্তিযোদ্ধা ও অর্থিক অস্বচ্ছল ব্যক্তিদের এ সেবা সম্পুর্ণ ফ্রি। প্রয়োজনে আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে তাদের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়া হবে।
মেয়র আবদুল ওয়াহেদ খান এ ধরনের আয়োজন করার জন্য দুঃস্থ কল্যাণ সংস্থার সদস্যদের অভিনন্দন জানান। এসময় তিনি আরও বলেন নলছিটি পৌসমভায় যদি করোনা আক্রান্ত কারো দাফন কাফনের জন্য আর্থিক সমস্যা থাকে তাদের সহযোগিতা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।