Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামাঞ্চলে ভয়াবহ পরিস্থিতি জেলা-উপজেলায় করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০১ এএম

জেলা-উপজেলাগুলোতে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। রাজশাহী, কুষ্টিয়া, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহসহ অন্যান্য জেলা-উপজেলাগুলোতে করোনায় সংক্রমণ, শনাক্ত, মৃত্যুর রেকর্ড অতিক্রম করছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-
চট্টগ্রাম : মঙ্গলবার আরো নয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৬৬২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৮৯০ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬২ জনের। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে। আক্রান্ত এবং সনাক্তের এ হার এ পর্যন্ত সর্বোচ্চ।

বরিশাল : গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় অতীতের সব রেকর্ড ভেঙে করে ৪৫৯ জনের দেহে করোনা সনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময়ে পিরোজপুর ও ঝালকাঠীতে মারা গেছেন আরো ৫ জন। ফলে দক্ষিণাঞ্চলে গত ১৬ মাসে সর্বমোট ১৯ হাজার ৫৩২ জনের করোনা সংক্রমনের পাশাপাশি ৩২৬ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ।
২৪ ঘণ্টায় এ অঞ্চলের জেলা উপজেলাতে ১২৪১ জনের নমুনা পরীক্ষায় ৪৫৯ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ছিল দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতে ১০৪ জন। এসময়ে জেলাটির নলছিটি উপজেলাতেই ৮০ বছর ও ৫৫ বছরের দুজনের মৃত্যু হয়েছে। পিরোজপুরেও গত ২৪ ঘণ্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৮৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। ফলে জেলাটিতে মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৪৩ জনে।

বরগুনাতে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের। পটুয়াখলীতেও গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ২১ হাজার ৭১৭ জনের নমুনা পরীক্ষায় ২৬১৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫৭ জন।
ভোলাতে এসময়ে মাত্র ৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ জেলায় ইতোমধ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।

রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০১ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।

বগুড়া : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও লক্ষণ নিয়ে মোট ১৯ জন মারা গেছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১০ নমুনার ফলাফলে নতুন করে ২৩৮ জন করোনায় শনাক্ত হয়েছেন।
নোয়াখালী : কবিরহাট ও চাটখিল উপজেলায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৭জন। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৩৮টি নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমনে কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন ৩ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। ময়মনসিংহে নতুন করে আরও ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাস্তায় বাড়ছে যান চলাচল, সেই সাথে সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড সিলেটে
সিলেট : ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৮৭ জন করোনা রোগীর মধ্যে ১৯১ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৫৬ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন।

দিনাজপুর : দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যুসহ ১৮৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৫.১৯ শতাংশ। সর্বমোট ১৮৩ জন এর মধ্যে সদরে মৃত্যু হয়েছে ৯৭ জনের।
সাতক্ষীরা : সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে করোনায় একজন প্রবীণ ডাক্তার মারা গেছেন। আর করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পাঁচজন। সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখা দাঁড়িয়েছে ৩৭৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।
বান্দরবান : গত ২৪ ঘণ্টায় নার্স স্বাস্থ্যকর্মীরসহ ২২ জন আক্রান্ত হয়েছে করোনায়। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন নার্স এক জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন আক্রান্ত হয়েছেন। সদর উপজেলার ১৫ জন এবং রোয়াংছড়ি ও নাইক্ষংছড়ি ১ জন করে। লামা উপজেলা ৩ জন নার্স একজন স্বাস্থ্যকর্মী সহ ৫ জন আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ৩৯৩ জনের নতুন করোনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে ৩ জন ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্তে মারা গেছে ১১৯ জন।
গাইবান্ধা : গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ২৫ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৪ জন। এরমধ্যে ২৩ জন মারা গেছে।
ঈশ্বরদী : গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদী উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৪ জন। মোট ৬৯৫ জন এর নমুনা পরীক্ষা করে উল্লেখিত সংখ্যক ব্যক্তিদের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
লৌহজং (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪ দিনে ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৮ জনের করোনা পজিটিভ আসে।

মৌলভীবাজার : গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১০৮টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুয়ায়ী আক্রান্তের হার ৫২ শতাংশ। করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
নওগাঁ : সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় জেলায় ১ জন মৃত্যুবরণ করেছেন। এ সময় ৭২৫ টি নমুনা পরীক্ষা করে ১৮১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নাটোর : গত ২৪ ঘণ্টায় নাটোর সদর হাসপাতালে মোট ৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে নতুন ৯৭ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সরকারি হিসাব মতে এপর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৪ জনের।
নীলফামারী : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নীলফামারীতে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। অপর দিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪ শিশু সহ ৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা জেলার একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

শরীয়তপুর : শরীয়তপুর জেলার মোট ১৭০টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ।
টাঙ্গাইল : গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫জন ও উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় একদিনে সর্বোচ্চ ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৭১৩ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৫৭ দশমিক ৯২ভাগ।
লালমনিরহাট : লালমনিরহাট জেলায় আরো ৪২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১৭১১ জনে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় জেলায় ১ জন মারা গেছে। লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বর্তমানে মোট ১৭১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ