রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুকুরে মাটি কাটার জের ধরে কুমিল্লার মনোহরগঞ্জে উত্তর ঝলম ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) আবদুর রহিমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের বিকচন্দা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম বিকচন্দা গ্রামের মৃত জাহিদের ছেলে।
মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির বলেন, পুকুরে মাটিকাটা নিয়ে বিরোধের জের ধরে আবদুর রহিমের সঙ্গে একই এলাকার মৃত সেরাজুলের ছেলে রহমত আলীর বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রহমত আলী তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আবদুর রহিমকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা রহমত আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।