রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া ফকিরপাড়া গ্রামে বাড়ির উঠানে ছাগল যাওয়াকে কেন্দ্র করে খাদিজা খাতুন নামে এক গৃহবধূর পেটে আঘাত করে ৭ মাসের নবজাতক শিশুকে হত্যা করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেনÑকাদোয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী পারভিন আক্তার ও তার মেয়ে সাদিয়া আক্তার। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, গত রোববার বিকেলে গৃহবধূ খাদিজার ছাগল পারভিন আক্তারের উঠানে যায়। এ নিয়ে পারভিনসহ অনেকজন লাঠিসোটা হাতে খাদিজার বাড়িতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অন্তঃসত্বা খাদিজার পেটে লাঠি দিয়ে আঘাত করে সাদিয়া। সোমবার সকালে অন্তঃসত্বার পেটে ব্যাথা অনুভব হলে সে ৭ মাসের একটি ছেলে শিশু প্রসব করে।
যার শরীরে বিভিন্ন স্থানেআঘাতের চিহ্ন রয়েছে। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করালে গতকাল বিকেলে চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।