Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুকে হত্যায় ২ জন গ্রেফতার

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০১ এএম

জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া ফকিরপাড়া গ্রামে বাড়ির উঠানে ছাগল যাওয়াকে কেন্দ্র করে খাদিজা খাতুন নামে এক গৃহবধূর পেটে আঘাত করে ৭ মাসের নবজাতক শিশুকে হত্যা করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেনÑকাদোয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী পারভিন আক্তার ও তার মেয়ে সাদিয়া আক্তার। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, গত রোববার বিকেলে গৃহবধূ খাদিজার ছাগল পারভিন আক্তারের উঠানে যায়। এ নিয়ে পারভিনসহ অনেকজন লাঠিসোটা হাতে খাদিজার বাড়িতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অন্তঃসত্বা খাদিজার পেটে লাঠি দিয়ে আঘাত করে সাদিয়া। সোমবার সকালে অন্তঃসত্বার পেটে ব্যাথা অনুভব হলে সে ৭ মাসের একটি ছেলে শিশু প্রসব করে।
যার শরীরে বিভিন্ন স্থানেআঘাতের চিহ্ন রয়েছে। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করালে গতকাল বিকেলে চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ