রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সেনাবাহিনীর নিজস্ব রেশন বাঁচিয়ে রাঙামাটি ও কাউখালীর দুই শতাধিক উপজাতি ও বাঙালি সুবিধাবঞ্চিতদের মাঝে সামাজিক দূরুত্ব বজায় রেখে ত্রান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় চিং হ্লা মং মারী স্টেডিয়ামে ত্রান বিতরণ করেন রিজিয়ন কমান্ডার মো. ইফতেকুর রহমান (পিএসসি)।
এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল এস এম আমিনুল ইসলাম, জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন (পিএসসি) উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাউল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম লবন, ১ কেজি পেয়াজ, ১ লিটার তৈল প্রদান করা হয়।
ত্রান বিতরণকালে রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ মানুষের মাঝে ত্রান বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা ও কাউখালী উপজেলা এলাকার উপজাতি ও বাঙালি সুবিধা বঞ্চিত দুই শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।