রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের বড়াইগ্রামে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে গত সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক ওমর ফারুক উপজেলার জোনাইল স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুর দিকে পার্শ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার বরদানগর এক গ্রামের ওই কিশোরী সাথে ওমর ফারুকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েটি জোনাইল বাজার সংলগ্ন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। সম্প্রতি সোমবার ওমর ফারুক মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার বিকালে ওই কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, ভিকটিমের মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।