রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের নাজিরপুরে দেশিয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে নাজিরপুর থানাধীন শাঁখারিকাঠি ইউনিয়নের বাঘাজোড়া আবুল খাঁয়ের বাড়ির পূর্বে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্ততিকালে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, ভোর রাত সাড়ে ৩টায় ১০/১২ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় মাটিভাংগা পুলিশ তদন্ত কেন্দ্র গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতরা আবুল খাঁ’র বাড়ির আশপাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন সময় ডাকাতদেরকে ধাওয়া দিয়ে দেশিয় অস্ত্রসহ সেখান থেকে পাঁচজন ডাকাতকে আটক করা হয় এবং বাকিরা সবাই পালিয়ে যায় বলে পুলিশ জানায়। আটককৃতরা হল বাগেরহাট সদরের সুন্দরঘোনা গ্রামের হানিফ শেখের পুত্র আাজিজুল শেখ (৩৯), বাগেরহাট জেলার বোটপুর ইউনিয়নের রফিক শেখের পুত্র মতিয়ার শেখ (৪৫), বাগেরহাটের মোল্লারহাটের বোয়ালিয়া গ্রামের খলিল শেখের পুত্র মিজান শেখ (২৮), খুলনা জেলার তেরখাদা থানার জয়সোনা গ্রামের ফুল মিয়ার ছেলে ওবায়দুল মেখ (৩৫), বরগুনা জেলার বেতাগী থানার সরিশমুরি গ্রামের আা. জব্বারের ছেলে জাকির হোসেন (২৮)। এ সময় ডাকাতদের সাথে থাকা একটি পিকআপ গাড়ি, একটি লোহার ধারালো ছোরা, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড পাওযা যায়।
নাজিরপুর থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।
নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, পলাতকদের ধরতে এখনো পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদের বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।