Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৩৩ নাম্বারে ফোন করে পেলেন খাদ্য সহায়তা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০১ এএম

চলমান লকডাউনে কাজকর্ম নেই। ঘরে বসে রয়েছি। ৬ সদস্যের সংসার না খেয়ে থাকারমতো অবস্থা। ৩৩৩ নাম্বারে ফোন করলে এ খাদ্য সহায়তা পেয়ে দিনমজুর মো. মোশারেফ বলেন, যা পেয়েছি এতে ২/৩ দিন চলে যাবে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন এলাকায় অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে ৮৪ জন অসহায় দুস্থ পরিবারের মধ্যে প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি চিনি ও এক কেজি করে লবণ দেয়া হয়। এরমধ্যে ৩৩৩ নম্বরে ফোন করায় ৮ জন অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ