রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার করোনায় আক্রান্ত রোগীদের জন্য পৌর মেয়রের উদ্যোগে ফ্রি ইমারজেন্সি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। গত সোমবার বিকালে পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন ফ্রি ইমারজেন্সি এ অক্সিজেন সেবা উদ্বোধন করেন।
মেয়র রেজাউল করিম খোকন বলেন, করোনা মহামারিতে বাংলাদেশসহ গোটা বিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে অনেকেই আছেন যারা সময়মতো অক্সিজেন না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তাই বারইয়ারহাট পৌরসভার করোনায় আক্রান্ত বাসিন্দাদের কথা বিবেচনা করে তিনি ফ্রি ইমারজেন্সি অক্সিজেন সেবা গড়ে তোলার উদ্যোগটি নিয়েছেন।
মেয়র আরো বলেন, প্রাথমিকভাবে ৩টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। চাহিদা বাড়লে আরো নতুন অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত করা হবে। এই সেবা থেকে দিনরাত ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা পাবেন পৌরবাসী। সেবা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় জনবলও নিশ্চিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পৌর কৃষকলীগের সভাপতি ফরিদুল ইসলাম, নির্বাণ যুবসংঘের সভাপতি তানভীর আহাম্মেদ, পৌর কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, কামরুল ইসলাম, আবু নাঈম, মো. শুভ, রাজ কুমার জয় প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।