Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দাউদকান্দিতে মতবিনিময় সভা

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মানউন্নয়ন এবং করোনা মহামারী মোকাবেলায় করণীয় নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল কমপ্লেক্সের মিলনায়তনে করোনা মোকাবেলায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম শোভন। তিনি বলেন, আমি এখানে যোগদানের পর কয়েকটি বেসরকারি ক্লিনিকে পরিদর্শন করে দেখেছি সেখানে ওটি (অপারেশন) রুম গোয়াল ঘরের মতো, অনেক ক্লিনিকের সামনে বিশিষজ্ঞ ডাক্তারের লেখা বিশাল সাইনবোর্ডসহ অনেকে অনিয়ম দেখেছি। তবে আমি যতদিন এখানে রয়েছি কোন বেসরকারি ক্লিনিকে অনিয়ম হলে ছাড় দেয়া হবে না। এসময় আরো বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, ডা. আমেনা বেগম রাবেয়া, সাংবাদিক হাবিবুর রহমান, দাউদকান্দি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ