Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী ব্যাংক কর্মকর্তাদের বিচক্ষণতায় রক্ষা

উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৬:৩০ পিএম

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের বিচক্ষণতায় এবার রক্ষা পেল সরকারী অর্থ। সোনালী ব্যাংকের কক্সবাজার জেলার সীমান্তবর্তী টেকনাফ শাখায় প্রাণীসম্পদ অধিদফতরের এক ব্যক্তির নামে ভুয়া এ্যাডভাইসপত্র দাখিলের মাধ্যমে প্রায় ৩৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট থানায় ইতিমধ্যে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রাণী সম্পদ বিভাগের একজন ভুয়া কর্মচারীর নামে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার স্বাক্ষরিত একটি এ্যাডভাইসপত্র (সরকারী চাকুরীজীবীর আনুতোষিক) কালেকশনের জন্য ব্যাংকে জমা করা হয়। ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হলে পুনঃনিরীক্ষা করে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করেন এবং বিষয়টি অধিকতর পর্যবেক্ষণে নিশ্চিত হয়ে এ্যাডভাইসটির বিপরীতে সরকারি সমুদয় অর্থ উত্তোলন আটকে দেয়া হয়। শাখা ম্যানেজার জানান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহনেওয়াজ, বেনিফিসিয়ারি মো. শাহাবুদ্দিন এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আবুল বশর এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তিনি জানান, বেনিফিসিয়ারি শাহাবুদ্দিন প্রাণী সম্পদ অধিদফতরের কোন কর্মচারী ছিলেন না তথাপি তার নামে ভুয়া বিল প্রস্তুত করে স্বাক্ষর করে ব্যাংকে পরিশোধের জন্য প্রেরণ করা হয় । এ ব্যাপারে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে শাখা ম্যানেজার যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি ।

উল্লেখ্য, এ সপ্তাহেই গাজীপুরের শ্রীপুরে ভুয়া এ্যাডভাইসপত্র দাখিলের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা ব্যাংক কর্মকর্তাদের দক্ষতায় ভুয়া প্রমাণিত হয় এবং সরকারী অর্থ রক্ষা পায়। শ্রীপুরে সংশিষ্ট কাজে অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে শাখা ম্যানেজার মামলা দায়ের করেনে। ইতিমধ্যে ৫ জন গ্রেফতার হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনালী ব্যাংক

২৭ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ