Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় একযোগে বদলী ৫৪ ডাক্তার, মৃতব্যক্তির নামও বদলী তালিকায়

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৬:০৩ পিএম

বগুড়ার স্বাস্থ্য বিভাগকে সচল করতে একযোগে বদলী হয়েছে শহীদ জিয়া মেডিকেল কলেজের ৫৪ ডাক্তার। তবে এই তালিকায় জিবেশ কুমার প্রামানিকের নাম থাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
বগুড়ার সিভিল সার্জন ডাক্তার গাউসিল আজম
চৌধুরী জানিয়েছেন, সোমবার মন্ত্রনালয় থেকে এই বদলীর এই নির্দেশ এসেছে। বুধবার তাদের
জয়েন করতে বলা হয়েছে।
তিনি জানান শহীদ জিয়া মেডিকেল কলেজের ৫৪ ডাক্তার এই বদলী তালিকায় আছেন।
এর মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৪৩, জয়পুরহাট হাসপাতালে ৮ ও কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে বদলী করা হয়েছে।
এদিকে জিবেশ কুমার প্রামানিক নামে একজন
মৃত ডাক্তারের নাম বদলী তালিকায় থাকা প্রসঙ্গে বগুড়া বিএমএ সভাপতি ও শজিমেক অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল জানান খোঁজ
নিয়ে জেনেছি এটা একটা দাপ্তরিক ভুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ