পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনায় সারাদেশ মৃত্যু ও আক্রান্তে রেকর্ড হচ্ছে প্রতিদিন। বিভিন্ন জেলায় হাসপাতালগুলো লাশে সারি বাড়ছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
প্রতিনিধিদের পাঠানো খবরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী ও বগুড়া জেলায়। এ দুই জেলায় ১৯ জন করে মোট ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরেই রয়েছে চুয়াডাঙ্গা-১৭, খুলনা-১৭, কুষ্টিয়া-১৩, ফরিদপুর-১২, যশোর-১২, রংপুর-১০, চট্টগ্রাম-৯, ময়মনসিংহ-৭, টাঙ্গাইল-৭, বরিশাল-৭, রাজবাড়ী-৫, ঠাকুরগাঁও-৫, কিশোরগঞ্জ-৪ ও জয়পুরহাট-৩ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। আজ মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।