বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে একটি জুয়ার আসর থেকে ৮ জুয়ারিকে আটক করা হয়েছে। এসময় নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী নাজিরপুল কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাইরে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করলে, তারা ওষুধ কিনতে বের হয়েছে বলে জানায়। কিন্তু পরে তাদের জুয়ার আসর থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ মান্নান(২৭),মোঃ জাফর (৫৫), মোঃ করিম(৩২), মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), তাজুল ইসলাম (৬০), মোঃ আলমগীর (৪৭), মোঃ কামাল (৩৮), মোঃ সুমন (২৯)। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটককৃত জুয়াড়িরা নিম্ন আয়ের মানুষ। তাদের কেউ ভ্যান চালক, কেউ রিকশা চালক, কেউ দোকানের কর্মচারী, আর কেউ দিন মজুর। প্রত্যেকেরই দৈনিক আয় ৩০০ থেকে ৫০০। তারা আয় করেই এখানে বসে জুয়া খেলে। লকডাউনে চলাচলে বিধিনিষেধ থাকায় তাদের কিছুটা সমস্যা হচ্ছিল। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে তাদের দুইজনকে সড়কে দেখে টহলরত পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ওষুধ কেনার জন্যই তারা বের হয়েছে। এতে সন্দেহ লাগলে কৌশলে তাদের পিছু নেয় পুলিশ। পরে চৌমুহনী নাজিরপুল কলাবাগান গলির ভিতরে শাহ আলমের আলমিরার কারখানায় গিয়ে পাওয়া যায় জুয়ার আসর। সেখান থেকেই ৮ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ ৩ হাজার টাকা। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।