বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গভীর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতকালে বিপুল পরিমান ভারতীয় কীটনাশকসহ বরফ বোঝাই ট্রলার নৌকা ও জাল উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার গভীর রাতে সুন্দরবনের জোংড়া অফিস সংলগ্ন কেউনার খালের মোহনা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে এর সাথে সংশ্লিষ্ট কোন জেলে বা দুর্বৃত্তকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
বন বিভাগ সুত্রে জানায়, গত ১ জুলাই থেকে সুন্দরবনের নদী ও খালে সকল ধরনের মাছ শিকার করা বন্ধ ঘোষনা করেছে সরকার। তাই এখানকার কিছু জেলে বেশধারী দুর্বৃত্ত ও বিষ দস্যুরা কীটনাশক দিয়ে বনের গহীনে মাছ শিকারের চেষ্টা করে। তাই পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের জোংড়া খালের অপর দিকে একটি ছোট খাল দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় একটি নৌকাসহ বিপুল পরিমাণ বিষ আটক করা হয়েছে। (৬ জুলাই) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের পশুর নদীর অভিযান চালানো হয়। এসময় একটি নৌকা পশুর নদী দিয়ে বনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলে বনরক্ষীরা ধাওয়া করে। বরফ বোঝাই একটি নৌকা ফেলে রেখে নদী সাঁতরিয়ে বনে উঠে ৩/৪ জন দুর্বৃত্ত পালিয়ে যায়। জব্দকৃত নৌকায় তল্লাশী চালিয়ে ১৬ বোতল ভারতীয় কিটনাশক, এক কেজি ওজনের ৬ পাকেট গুড়ো বিষ, যা দিয়ে মাছ শিকার করা হয়। এছাড়া একটি টোনা জাল এক কেবিন বরফ উদ্ধার করা হয়েছে।
পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, দুইমাস সুন্দরবনে অনুপ্রবেশে করে মাছ শিকার, পরিবহন নিষেধাজ্ঞা রয়েছে। কিন্ত সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করে এবং সুন্দরবনে বিষ নিয়ে যাওয়ার অপরাধে নৌকা ও বিপুল পরিমাণ বিষ জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, সুন্দরবনে অবৈধ ভাবে মাছ শিকার চোরাচালান ও সুন্দরবনের সম্পদ রক্ষায় বন রক্ষীদের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।