প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার নিজের গল্পে একটি ডার্ক থ্রিলারে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের চিত্র্যনাট্য ও পরিচালনায় ‘কুয়াশা’ শিরোনামের এই নাটকে প্রথম বারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। নিশো-তানহা জুটির প্রথম কাজ এটি
নাটকটি প্রসঙ্গে অভিনেতা আফরান নিশো বলেন, চলার পথে বিভিন্ন ঘটনাই দেখে থাকি আমরা, সেসব চিন্তা-ভাবনা থেকে কিছু গল্প মাথায় আসে। আমার ভাবনাকে চিত্রনাট্যে রূপ দিয়েছে ভিকি। এখানে আমার চরিত্র এসবি অফিসার; যার একই অঙ্গে দুই রূপ। এর বেশি আর কিছু বলবে না, দর্শক দেখার পরই বুঝবেন।
তানহা তাসনিয়া বলেন, রোমান্টিক গল্পে কাজ করা হলেও থ্রিলার গল্পে এবারই প্রথম কাজ আমার। সেই সাথে নিশো ভাই ও ভিকির সঙ্গেও আমার প্রথম কাজ। কোনো দৃশ্য শুরু করার নিশো ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং আলোচনা করে নিচ্ছি। সার্বক্ষণিক সহযোগিতা করছেন তিনি। চমৎকার একজন মানুষ। কাজ করার অভিজ্ঞতা খুবই চমৎকার।
নাটকের গল্পে দেখা যাবে, শহরজুড়ে অনেক মানুষ আত্মহত্যা করছেন। কিন্তু তারা কেন আত্মহত্যা করছেন তার কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণ অনুসন্ধানে নামবেন স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা নিশো।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ জানান, নিশো ভাইয়ের গল্পে প্রথম বার কাজ করলাম। গল্পটি বেশ ভিন্নধর্মী, এ ধরনের গল্পে কাজ হয়নি। নাটকের গল্প আগেই বলা ঠিক হবে না। এখানে নিশো ভাই যে চরিত্রে অভিনয় করেছেন, এরকমটা এর আগে কখনো করেননি। আর তানহার চরিত্রটা সিক্রেটই থাকুক।
জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার অনুষ্ঠানমালায় ‘কুয়াশা’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।