Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা টিকা নিবন্ধন পুরাতন প্রক্রিয়ায় চালুর দাবি

সার্ভার জটিলতা চার দিনেও নিরসন হয়নি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০০ এএম

বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন জটিলতা আজও নিরসন হয়নি। সার্ভার জটিলতা চার দিনেও সুরাহা করা সম্ভব হয়নি। গতকাল সোমবার সকাল থেকে শত শত বিদেশগামী কর্মী টিকার নিবন্ধনের জন্য রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে জড়ো হয়। নিবন্ধনের ২০০ টাকার ফি বিকাশ ও রকেটের সার্ভারে রিসিভ করেনি। ফলে আগত বিদেশগামী কর্মীরা চরম ভোগান্তির কবলে পড়ে টিকার নিবন্ধন করতে পারেনি। নিবন্ধন করার সুযোগ না পেয়েই ফরম জমা দিয়ে নিরাশ মনে বাড়ি ফিরেছে কর্মীরা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা আগত প্রবাসী কর্মীদের নিবন্ধনের ২০০ টাকা ও ফরম জমা দিয়ে যাওয়ার অনুরোধ জানায়। বিএমইটির সূত্র মতে থেমে থেকে নগদ কোম্পানীর মাধ্যমে নিবন্ধনের মাত্র সাড়ে ৪ শ’ কর্মীর কার্যক্রম সম্পন্ন হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিদেশগামী একজন কর্মী বলেন, সার্ভার জটিলতা দীর্ঘ দিনেও সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করতে হলে অবিলম্বে বিএমইটির পূর্বের নিয়ম অনুযায়ী ব্যাংকের মাধ্যমে ২০০ টাকা জমা দিয়েই টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় বিদেশগামী কর্মীদের টিকা দেয়ার ক্ষেত্রে কেলেংকারি মুখোমুখী হতে হবে। এদিকে, সারাদেশের ৫ কেন্দ্রেও বিদেশগামী কর্মীরা টিকার নিবন্ধন করতে না পেরে চরম হয়রানির শিকার হচ্ছে।
উল্লেখ্য, ঘোষণা অনুযায়ী প্রবাসীদের টিকা কার্যক্রমের আওতায় আনতে প্রতি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গত শুক্রবার থেকে রেজিস্ট্রেশনের সময় দেয় সরকার। ঐ দিন সকাল ৯টায় নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি সার্ভারে দেখা দেয় জটিলতা।
খোঁজ নিয়ে জানা গেছে, সার্ভার ত্রুটির দরুণ সারাদেশের ৫৩টি কেন্দ্রে শত শত বিদেশগামী কর্মীরা কয়েক দিন যাবত করোনা টিকার নিবন্ধন করতে পারেনি। প্রতিদিনই কেন্দ্রগুলোতে জড়ো হওয়া বিদেশগামী কর্মীরা চরম ভোগান্তির কবলে পড়েন। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে থেমে থেমে সার্ভার সচল হলে প্রবাসী কর্মীরা নিজ নিজ বাসায় বলে অনলাইনের মাধ্যমে ২০০ টাকা জমা দিয়ে ৫শত টি টিকার নিবন্ধন সম্পন্ন করেছে। বিএমইটির নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সরোয়ার আলম দু:খ প্রকাশ করে প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে বলেন, সার্ভার ত্রুটির দরুণ আপনাদের নিবন্ধন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আপনারা শুধু নিবন্ধনের ফরম, আনুষাঙ্গিক কাগজপত্র ও দুই শত টাকা রেখে যান সার্ভার চালু হলেই আমরা আপনাদের নিবন্ধন করে রাখবো। পড়ে বিক্ষুব্ধ প্রবাসী কর্মীরা প্রায় তিনশ’ ফরম জমা দিয়ে নিরাশ মনে বাড়ি ফিরে যান। চট্টগ্রামসহ সারাদেশের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মসংস্থান অফিস গুলোতেও একই চিত্র।

গত বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিদেশগামী কর্মীদের করোনা টিকা দেয়ার কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত অন্যান্য প্রবাসীরা টিকা না পেয়ে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষুব্ধ এসব প্রবাসী শ্রমিকদের শান্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজার ভ্যাকসিন প্রয়োগ শুরুর দিনে এই দৃশ্য দেখা যায়। প্রবাসীদের উদ্দেশ্যে সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও প্রবাসী মন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার যে ব্যবস্থা নিয়েছি। সচিব বলেন, ‘আমরা বিদেশগামীদের সঙ্গে আছি। এই মন্ত্রণালয় আপনাদের জন্য কাজ করছে। ভ্যাকসিনের সঙ্কটের মধ্যেও আপনাদের জন্য এই উদ্যোগ নিয়েছি।’ এ সময় প্রবাসীরা হট্টগোল শুরু করলে সচিব সবাইকে থামার অনুরোধ জানান। এই কর্মসূচির আওতায় শুধুমাত্র কুয়েত ও সউদী প্রবাসী কর্মীদের করোনা টিকা দেয়ার কথা থাকলেও উপস্থিত হয়েছিলেন ইতালিসহ অন্যান্য দেশের প্রবাসীরা। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, অধর্য্য হলে কোনো সমাধান আসবে না। প্রধানমন্ত্রী বলেছেন, সাতটা হাসপাতালে ভ্যাকসিন দেয়ার কথা। ব্যবস্থাপনা করতে কিছুটা সময় দরকার।
তিনি বলেন, সুরক্ষা অ্যাপ এখনো চালু হয়নি। রোব বা সোমবারের দিকে চালু হওয়ার কথা। আপনারা বিএমআইটিতে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন। নাম আর পাসপোর্ট স্বাস্থ্য অধিদফতরে চলে যাবে। সেখানে বলে দেয়া হবে, কে কোন হাসপাতালে ভ্যাকসিন নেবেন। মন্ত্রী বলেন, একটু ধৈর্য ধরেন। আজকালের মধ্যে সমাধান হয়ে যাবে। যাদের ভিসার সময় শেষ, কিংবা মেয়াদ নেই সবাইকেই বিএমআইটিতে রেজিস্ট্রেশন করতে হবে। তাদের রেজিস্ট্রেশন করে দেয়া হবে মন্ত্রণালয় থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ