Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় আটক ৭

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে আটক করে।
আটককৃতরা হলেন- চরবাখইল গ্রামের রাহেন আলী (৪৬), বজরুখ বাখইল গ্রামের মোবারক হোসেন (৪৫), খোর্দ্দ বাখইল গ্রামের আবদুল আজিজ (৪৫), কুতুব উদ্দিন (৫২), ঝাউদিয়ার আজিম উদ্দিন (৫৬), হাতিয়ার শামীম (২০) ও চর বাখইল গ্রামের মাওলা।
ঘটনার পরদিন রোববারও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ সুপার প্রলয় চিসিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে। ঘটনার পর রাতে পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান ঘটনাস্থল ঝাউদিয়ার মাছপাড়া পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ