Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের মামলা করায় প্রাণনাশের হুমকি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

আদালতে ধর্ষণের মামলা করায় আসামিপক্ষের লোকজনের নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শণ ও অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। যার ফলে মামলার বাদী ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে মামলার বাদী ও সাক্ষীরা জীবনের নিরাপত্তা চেয়ে গত রোববার নেত্রকোনা মডেল থানায় জিডি দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া পূর্বপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র দেবনাথের স্ত্রী সঞ্চিতা রাণী দেবনাথ সন্তান সম্ভাবনা হওয়ায় তার দেখাশোনার জন্য কলমাকান্দা উপজেলার ইসবপুর গ্রাম থেকে সুব্রত দেবনাথের কন্যা প্রিয়ন্তী রাণী দেবনাথকে তিন মাস পূর্বে তার বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পরেই তারই প্রতিবেশী সুধীন্দ্রর ছেলে নিবেদন প্রিয়ন্তীকে প্রেম নিবেদন করে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। প্রিয়ন্তী বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে গ্রামে সালিশ দরবার বসে। তাতেও ন্যায় বিচার না পাওয়ায় সঞ্চিতা রানী থানায় মামলা করতে গেলে আসামিপক্ষের লোকজন বাঁধা প্রদান করে। অবশেষে গতকাল নিবেদনকে একমাত্র আসামি করে আদালতে মামলা দায়ের করে। অপরদিকে আসামিপক্ষের লোকজন বাদী ও সাক্ষীদেরকে মামলা তুলে নেয়ার জন্য নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শণ ও অব্যাহত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবারটি জীবনের নিরাপত্তা চেয়ে গত শনিবার নেত্রকোনা মডেল থানায় জিডি দায়ের করেছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন জানান, আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছি। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ