Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে ২ যুবক গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

গাজীপুরের কালিয়াকৈরে একটি রিভলবার ও সুটারগানসহ রুহুল শেখ ও আলম মোল্লা নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১। গত রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-১ এর একটি চৌকস দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে রিভলভার ও একাটি সুটারগানসহ রুহুল শেখ ও আলম মোল্লা নামে দুই যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুহুল পাবনার আতাইকুলা থানার আতাইকুলা দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহন শেখের ছেলে ও আলম একই জেলার সাথিয়া থানার নারিয়াগোদাই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃতদের কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় র‌্যাব-১ এর পিআই জুলহাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ