Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মাদকসেবীকে পুলিশে দিলেন চেয়ারম্যান

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির নিজেই মাদক বিরোধী অভিযান শুরু করেছেন। গত রোববার সন্ধ্যায় পুরাকাটা ফেরিঘাট থেকে নওশের আলী নামে একজনকে গাঁজাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পরে বাবাকে মারধর করা মাদকসেবী বড়ইতলা গ্রামের শাহজাহানের ছেলে হাবিবকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।
অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বুড়িরচর ইউনিয়নকে তিনি মাদকমুক্ত করবেন। তিনি জানতে পারেন, আয়লা পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের ইউসুব সিকদারের জামাতা রাজশাহীর বাসিন্ধা নওশের আলী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছেন। তিনি রাজশাহী থেকে আম এনে বিক্রি করেন। আমের সাথে ইয়াবা, গাঁজাসহ মাদকদ্রব্য এনে কিশোরদের কাছে বিক্রি করে আসছিল। রোববার বিকেলে নওশের আলীকে পুরাকাটা ফেরিঘাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে নওশেরকে সাথে নিয়ে পুলিশ ইউসুব সিকদারের রান্না ঘর থেকে আরো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানান, নওশের আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। হাবিবকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ