রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড় সীমান্তে অবৈধ পথে আসা ২৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকার তসলিম উদ্দিনের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে আসে তসলিম উদ্দীনের বাড়িতে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া থানার পুলিশ গত শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৭টি ভারতীয় গরু উদ্ধার করে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক (চোরাকারবারি) পালিয়ে যায়। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া জানান, ভারতীয় ২৭টি গরু উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। তসলিম উদ্দীনসহ দুইজনের নামে মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।