পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালের ঝুঁকিপূর্ণ বেজমেন্ট নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অগ্রিম দেয়া ১০ কোটি টাকা ফেরত এনে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার। আজ রোববার সাংবাদিকদের এ কথা জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আক্তার।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, রাষ্ট্রীয় এই সেবামূলক প্রতিষ্ঠানে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেআমরা প্রতিনিয়ত কাজ করছি।
২০১৮ সালের অক্টোবরে ২৪মাস সময় বেঁধে দিয়ে আগারগাঁও নিউরোসাইন্স হসপিটাল এর তিনটি বেজমেন্ট সহ ১২তলা বর্ধিত ভবনের চুক্তি স্বাক্ষর হয় জি কে বিল্ডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। চুক্তির আলোকে চার মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে বেজমেন্টের কাজ শুরু করা হয়। কিন্তু কৌশলে ঠিকাদার প্রতিষ্ঠান কাজের পূর্বে চতুর্থ কিস্তিতে ১০ কোটির বেশি বিল নিয়ে নেয়।বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনার পর উক্ত অর্থ ফেরত আনতে কাজ শুরু করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার। সব শেষ এই অর্থ ফেরত এনে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়া হয়েছে বলে জানান প্রধান প্রকৌশলী
মোহাম্মদ শামীম আক্তার বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্য আরো দুটি প্রকল্পের ৩৫কোটি টাকার বেশি অর্থ জামানত রাখা হয়। সেখান থেকে তুলে এ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়।
গণপূর্ত অধিদপ্তর গণপূর্ত অধিদপ্তরে চলমান কাজ যাতে আরো স্বচ্ছতারসাথে পরিচালিত হয় সে ব্যাপারে নির্বাহী প্রকৌশলীদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান শামীম আক্তার।
তিনি আরো বলেন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার গণপূর্ত অধিদপ্তর। একইসাথে দেশকে এগিয়ে নিয়ে নতুন নতুন পরিকল্পনায় অধিদপ্তরের সব কাজ এগিয়ে চলছে বলে জানান প্রধান প্রকৌশলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।