বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর থেকে স্টাফ রিপোর্টারঃ রংপুর বিভাগের সব জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় এ বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬’শ ৭৬ জন। হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। ১০০ শয্যা বিশিষ্ট রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় ইতিমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল থেকে একটি নতুন ইউনিট চালু করছেন কর্তৃপক্ষ।
বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনায় মারা গেছে ১৫ জন। এদের মধ্যে রংপুরে ৩ জন, পঞ্চগড়ে ১ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৩জন, দিনাজপুরে ৪ জন এবংনীলফামারীতে ১ জন।
সনাক্ত হয়েছে মোট ৬’শ ৭৬ জন। এদের মধ্যে রংপুরে ৮৫, পঞ্চগড়ে ৪৭, নীলাফামারীতে ৩১, লালমনিরহাটে -৩১, কুড়িগ্রামে ৪৮, ঠাকুরগাঁওয়ে ১’শ ৩০, দিনাজপুরে ২’শ ২৬ এবং গাইবান্ধায় ৩৭ জন। সনাক্ত এবং মৃত্যুর দিক থেকে পর্যালোচনা করলে দেখা যায় দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলায় সর্বোচ্চ এবং রংপুর ৩য় স্থানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।