Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে চোরা হরিণ শিকারী আটক, বিষটোপ ও ফাঁদ উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ২:০৩ পিএম

পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি ও কাটাখালির সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে একাধিক বন মামলার আসামীকে বিষ টোপ ( বিষ মাখানো মাছ) ও হরিণ ধরার ফাঁদসহ আটক করেছে বন বিভাগ। আজ সোমবার ভোরে কাটাখালী বুরবুড়িয়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাজ্জাক ব্যপারি (২৮) সুন্দরবন ইউনিয়নের গোড়া বাঁশতলা গ্রামের আফজাল ব্যাপারির ছেলে।

চাদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, আজ সোমবার (৫ জুলাই) ভোর সাড়ে চারটায় বনের ভেতর চোরা শিকারীরা হরিণের ফাঁদ ও বিষ দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে চাঁদপাই স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে অভিযান চালান। হরিণ শিকারীরা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে বনের গহিনে পালিয়ে যায়। বনের মধ্যে দৌড়ে পালানোর সময় সাজ্জাককে ধাওয়া করে আটক করা হয়। তার কাছ থেকে তিন বোতল মাছ ধরার বিষ, হরিণ শিকারের বিপুল পরিমান ফাঁদ ও বিষ যুক্ত মাছ উদ্ধার করা হয়েছে।

চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, আটক সাজ্জাকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং সে একজন তালিকা ভুক্ত বিষ দিয়ে মাছ শিকারী ও বনের হরিণ শিকারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ