Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে লকডাউন বাস্তবায়ন সহ মানবিক সহায়তা নিয়ে কাজ করছে র‌্যাব-৮

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১:১৬ পিএম

বরিশালে র‌্যাব-৮’এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান লকডাউন বাস্তবায়নে প্রয়োজনীয় সব কিছু করার কথা জানিয়েছেন। সরকারী নির্দেশনার আলোকে মানবিক বিষয় বিবেচনায় রেখেই পূর্ণাঙ্গ লকডাউন বাস্তবায়নে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন র‌্যাব তাই করছে এবং করবে বলেও জানান তিনি। সোমবার মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় টহল কার্যক্রম পরিচালনাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে র‌্যাব-৮’এর সিও বলেন, এতদিন আমরা নগর মহানগরের বড় রাস্তাগুলো সহ অধিকতর গুরুত্বপূর্ণ এলাকার প্রতি বেশী মনোনিবেস করেছি। এখন থেকে সব অলিগলিতেও নজরদারী করবে র‌্যাব।
জমিল হাসান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, সরকারী নির্দেশনার বাইরে চললে আমরা কঠোর হতে বাধ্য হব। র‌্যাবের পক্ষ থেকে খুব শিঘ্রই মানবিক সহায়তা কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। যে কারো খাদ্য সমস্য হলে র‌্যব-৮’এর সদর দপ্তরের অপারেশন বিভাগে যোগাযোগ করলে খাবার পৌছে দেয়ার কথাও জানান তিনি। এসময় র‌্যাব-৮’এর উপ-অধিনায়ক মেজর মোঃ মিজানুর রহমান ছাড়াও উপ-পরিচালক মেজর মোঃ জাহাঙ্গীর আলম সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ