Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

শেরপুরের বন্যা পানি কমতে শুরু করেছে

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১০:২২ এএম

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। ফলে সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার পানি কমেছে। কিন্তু মানুষের ভোগান্তি এখনো কমেনি। তবে শেরপুর সদর উপজেলার ২টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় পানি বন্দি মানুষ দূর্ভোগের মধ্যে আছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িঘর, মাছের পুকুর, আউশ ধানের আবাদ, আমন বীজতলা ও শাকসবজীর আবাদ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদরে মাঝে বিতরনের জন্য ১৭ লক্ষ টাকা বরাদ্ধা দিয়েছে। একই সাথে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য অর্থ বরাদ্ধা দিয়েছে।
একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী পরিবারের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ