Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনাক্ত ও মৃত্যু বাড়ছেই

জেলা-উপজেলায় করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

প্রতিদিনই জেলা-উপজেলাগুলোতে বাড়ছে করোনায় সংক্রমণ, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। খুলনা, রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুরসহ অন্যান্য জেলা-উপজেলাগুলোতে প্রতিদিনই ভাঙছে পূর্ববর্তী দিনের মৃত্যু, শনাক্ত ও সংক্রমণের রেকর্ড। আমাদের সংবাদাতাদের পাঠানো তথ্যে প্রতিবদেন :
চট্টগ্রাম ব্যুরো জানায় : চট্টগ্রামে আরো ৩৬৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০৮৯ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়ে। সংক্রমণ শনাক্তের হার ৩৩ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ছয়জন।
রাজশাহী ব্যুরো জানানয় : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মুত্যু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯৯২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫৯ হাজার ৩০২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৩৭ জনের।
বরিশাল ব্যুরো জানায় : গত ২৪ ঘন্টায় ৩৪৩ জন আক্রান্তের মধ্যে ঝালকাঠী সদরের ৫০ বছর বয়ষ্কা এক নারী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রোববার ৬৮৯ জনের নমুনা পরিক্ষায় ৩৪৩ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। সনাক্তের হার প্রায় ৫০%। রোববার পর্যন্ত মৃত্যুর গড় হার ১.৬০%।
গত ২৪ ঘন্টায় পিরোজপুরে ১৫৯ জনের নমুনা পরিক্ষায় ৮২ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৫০%-এ বেশী। শনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ২১.৪৭%। জেলাটিতে মারা গেছেন ৪৯জন।
এ অঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ১৪৮ জনের নমুনা পরিক্ষায় ৭৬ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে মারা গেছেন ২৪ জন। মৃত্যুহারও তৃতীয় সর্বেচ্চ ১.৭৮%।
পটুয়াখালীতেও নতুনকরে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৫৬ জনের নমুনা পরিক্ষায় ২৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৫০%। জেলাটিতে এপর্যন্ত ২২ হাজার ৮২২ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ৫৪০ জনের করোনা সনাক্ত হয়েছে। দ্বীপজেলা ভোলাতে আগের দিনের ৪ থেকে রোববারে করোনা সংক্রমন সংখ্যা ১৫’তে উন্নীত হয়েছে। এসময়ে জেলাটিতে মাত্র ৩৫ জনের নমুনা পরিক্ষায় ১৫ জনের দেহে করোনা সনাক্ত হয়।
বগুড়া ব্যুরো জানায় : বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩ জনের, জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনায় ১২জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৬নমুনায় ৪৮জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬২ নমুনায় ৪১জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছে।
রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান : গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ যা ৪৩ শতাংশ। হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। রোগীর চাপ সামলাতে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ থেকে একটি নতুন ইউনিট চালু করছেন কর্তৃপক্ষ।
দিনাজপুর অফিস জানায় : গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনা সংক্রমনের হার বেড়ে দাড়িয়েছে ৪১ দশমিক ৪৭ শতাংশে। যা আগের ২৪ ঘন্টায় ছিল মাত্র ২১ শতাংশ। তবে জুনের শুরু থেকেই এই ২৫ থেকে ৪৮ শতাংশের মধ্যে উঠানামা করছিল। ২৪ ঘন্টায় দিনাজপুরে মৃত্যুবরণ করেছে ৩ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা পরীক্ষা করা হয় ২৫৮টি’র। এর মধ্যে ১০৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। কেবল সদরেই ৬২ জনের মধ্যে শনাক্ত হয়েছে ৪১ জনের।
খুলনা ব্যুরো জানায় : খুলনায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্রবৃন্দ।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেডজোনে ১০২ জন, ইয়ালোজোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।
কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান : কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ১৩ জন ও উপসর্গে ছয়জন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় একজন ও নিজ বাড়িতে করোনায় একজন মারা গেছেন। জেলায় ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।
হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান : হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে গতকাল হবিগঞ্জ জেলায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান : ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১১৩ জন।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় সদর উপজেলার কলেজপাড়া এলাকার আরো একজন করোনায় মৃত্যুবরণ করেছেন। গত ২৪ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরো ৪০জন। লালমনিরহাটে আরো ৩২ জন করোনা রোগী সনাক্ত।। মৃত্যু ১ জন।
লালমনিরহাট জেলা সংবাদদাতা জানান : লালমনিরহাট জেলায় আরো ৩২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১৬২৭ জনে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় জেলায় ১ জন মারা গেছে।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান : জেলায় মহামারী করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। একই দিনে কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া ও জয়চন্ডী ইউনিয়নে ১ পুরুষ ও ১ মহিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ৮৯ টি নমুনা পরীক্ষায় পাঠালে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে জানান: লকডাউনের তৃতীয় দিনে নরসিংদীতে ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে নতুন ২৮ জন রোগীকে।
নাটোর জেলা সংবাদদাতা জানান : নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সনাক্ত হয়েছেন ১৭৬। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১৭ জনের। সংক্রমণের হার ২৮.৫২%। মোট সনাক্ত ৪১০২ জন। সুস্থ হয়েছেন ১৯৫১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৯১ জন। জেলায় মোট মৃত্যু ৬০ জন।
নীলফামারী ও কিশোরগঞ্জ সংবাদদাতা জানান : নীলফামারীতে করোনা সংক্রমণে শনাক্তের রেকর্ড করেছে। গত ২৪ ঘন্টায় জেলায় একদিনে ৫০জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী ব্যুরো জানায় : গত ২৪ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবারে নমুনা সংগ্রহ কম হওয়ায় পরীক্ষাও কম হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ঘন্টায় নতুন ৬জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা ১১হাজার ৫৪৪জন। যার মধ্যে মারা গেছেন ১৪৪ আর সুস্থ্য হয়েছেন ৭হাজার ৪৯৮জন রোগী।
পাবনা জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৪৭ জন যা গতদিনের আক্রান্ত ও শনাক্তের হারের দিক দিয়ে বেশী। শনাক্তের হার শতকরা ২০ দশমিক ৩০ ভাগ।
রাণীশংকৈল :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছে ৪০ জনের দেহে। নতুন করে মৃত্যুও হয়েছে আরো ১ জনের।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান : করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত ছিলেন আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ,কে,এম মোরতাজুল হক (৮০)। রোববার (০৪ জুলাই) ভোরে তিনি মারা যান। আর অন্য চারজন উপসর্গ নিয়ে রাতের বিভিন্ন সময়ে মারা গেছেন।
শেরপুর জেলা সংবাদদাতা জানান : শেরপুর জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা এবং হার বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। একই সাথে মৃত্যুও বেড়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ২ জন। এ নিয়ে মোট মৃত্যু ৩৪জন।
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৯৫ জন
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪জন ও উপসর্গ নিয়ে ৭জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৪৮১ টি নমুনা পরীক্ষার রির্পোটে ১৯৫ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪০ দশমিক ৫৪ ভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ