Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ চাষির

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতি নদীতে একটি ডিঙি নৌকা ডুবিতে এক বাদাম চাষির নিখোঁজ হয়। ঘটনার তিন পেরিয়ে গেলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ বাদাম চাষির কোন খোঁজ মেলেনি।
উল্লেখ্য, গত শুক্রবার এই নৌকাডুবির ঘটনা ঘটলেও মধুখালী ফায়ার সার্ভিস ও খুলনার একদল ডুবুরি প্রাণপন চেষ্টা করেও ঐ কৃষকের কোন সন্ধান করতে পারেননি।
নিখোঁজ বাদাম চাষি কামারখালী ইউনিয়নের চর-পুকুরিয়া গ্রামের জমির মোল্যার ছেলে মনিরুল মোল্যা (৩৫)।
মধুখালী ফায়ার সার্ভিসের প্রত্যদর্শীরা ইনকিলাবকে জানান, শুক্রবার গয়েশপুর চরে বাদাম ফসল দেখতে মধুমতি নদীতে নৌকাযোগ রওয়ানা হয় এক শিশু ও ৮ কৃষক। হটাৎ নৌকাটি প্রবল শ্রোতের কবলে পড়ে ডুবে যায়।
তাৎক্ষণিক এলাকাবাসী চেষ্টা করে ৮ জনকে উদ্ধার করলেও মনিরুলকে পাওয়া যায়নি।
এই বিষয়, মধুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. টিটোব সিকদার জানান, খবর পেয়ে আমরা এবং খুলনার একটি ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ কৃষকের কোন সন্ধান পায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ