Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিত্যক্ত অবস্থায় ৫ বছর

গজারিয়ার বাউসিয়া ইউনিয়ন পরিষদ

গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৫নং বাউসিয়া ইউনিয়ন পরিষদটি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভাড়ায় নিয়ে চালাচ্ছে অফিসের কাজ। ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মতিউর রহমান সরকার বলেন, ১৯৬১ সালে জুন মাসে তৎকালীন পোড়াচক বাউসিয়া গ্রামের স্বনামধন্য ব্যক্তি আলী হোসেন সাহেবের নেতৃত্বে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বাউসিয়া বাজারে আ. হাকিম সাহেবের দানকৃত ৬ শতাংশ জায়গার ওপর ৩ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন তৈরি করেন। নির্মাণ করার পর ২০১৫ সাল পর্যন্ত কার্যালয়টি ব্যবহার উপযোগী ছিল। ২০১৬ সালে তৎকালীন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভবনটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করন। পরিত্যক্ত ঘোষণার পর পাশেই মৃত আনোয়ার হোসেনের বসত ভবন ভাড়া নিয়ে দাপ্তরিক কাজ চালাচ্ছ।
ইউপি সচিব সুমন মিয়া বলেন, প্রতি মাসে অফিস ভাড়া ১১ হাজার টাকা দিতে হয়। এ টাকা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উৎস হতে ব্যয় করতে হয়। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল হতে নতুন ভবন তৈরি করতে পারলে সেখানে কার্যক্রম চালানো যেত। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে যোগাযোগ কারার জন্য চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ