Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীর বাহাদুর দাম হাঁকছেন ১১ লাখ

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

খামারেই জন্ম। দৈহিক গঠন ছিল সুঠাম। তাই শখ করে নাম রেখেছেন, ‘বীর বাহাদুর’। নামেই রয়েছে রাজকীয় ভাব। দেশিয় খাবার আর সঠিক পরিচর্যায় এখন সে নজর কারে সবার। তিন বছর বয়সী বীর বাহাদুরের ওজন এখন ১৮ মন। ৫ ফুট উচ্চতা ও ৮ ফুট লম্বা বীর বাহাদুরের গাঁয়ের রঙ কালো ও সাদায় মেশানো। কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধাঁনগর গ্রামের সুমাইয়া খালিদ এগ্রো ফার্মের খামারি ইবরাহিম খলিল বীর বাহাদুরের দাম হাঁকছেন ১১ লাখ টাকা।
ফ্রিজিয়ান জাতের বীর বাহাদুরকে নিয়ে এলাকায় বেশ কৌতুহল। খুচরা ক্রেতা থেকে শুরু করে ব্যাপারীরা আসছেন খামারে। চলছে নানা রকম পর্যালোচনা। কেউ কেউ বলছেন, বাজারে তুলতে পারলে ভাল দাম পাবে খামারি ইবরাহিম খলিল। তবে যথাসময়ে লগডাউন না ছাড়লে বাজারে তুলে ভাল দাম পাওয়ার স্বপ্ন এখন ফিকে হয়ে আসছে তাঁর। বীর বাহাদুরকে লালনপালনে ব্যয়বারের সাথে সামঞ্জস্য রেখে হাম হাঁকছেন তিনি।
খামারি ইবরাহিম খলিল দৈনিক ইনকিলাবকে জানান, বীর বাহাদুরের দাম চাওয়া হবে ১১ লাখ। তবে বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে চাহিদার কাছাকাছি আসলেই বীর বাহাদুরকে বিক্রি করে দিব। প্রতিদিন অসংখ্য মানুষ বীর বাহাদুরকে দেখতে ভীড় করছে খামারে। শখ করে অনেকেই বীর বাহাদুরের সঙ্গে সেলফিও তুলছেন। ২০১৭ সাল থেকে সফল খামারি হওয়ার স্বপ্ন নিয়ে মাত্র ৩টি গরু দিয়ে শুরু করি। এখন আমার খামারে ৫৪টি মোটাতাজা গরু রয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল হাকিম লিটন দৈনিক ইনকিলাবকে বলেন, সুমাইয়া খালিদ এগ্রো ফার্মের মালিক ইবরাহিম খলিলের খামারকে নিয়মিত তদারকি করেছি। বীর বাহাদুর দেখতে যেমন সুন্দর, তেমনি মোটাতাজা। কোন প্রকার রাসায়নিক খাবার ছাড়া দেশীয় খাবার খাইয়ে লালন করেছেন বীর বাহাদুরকে। গভীর মনোযোগ আর অক্লান্ত শ্রম দিয়ে ইবরাহিম খলিল এখন সফল খামারি।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান দৈনিক ইনকিলাবকে বলেন, সরকার খামারিদের প্রণোদনা দিয়েছেন। আসন্ন কোরবানীর ঈদে খামারিরা যাতে ভাল দাম পায়, সেজন্য অনলাইন ভিত্তিক বাজারের উপর জোর দেওয়া হবে। ঘরে বসেই যাতে একজন ক্রেতা তার কাঙ্খিত কোরবানীর পশু ক্রয় করতে পারে, সে বিষয়টা আমরা নিশ্চিত কবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ