বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং কয়েক দিনের অতি বৃষ্টিতে বেড়েই চলেছে নওগাঁর কয়েকটি নদ নদীর পানি। রোববার সকালে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ছোট যমুনার ব্রীজ পয়েন্টে পানি বেড়ে ১৪.২০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি বেড়ে ১৭.৭২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, গেল কয়েকদিনের অতি বৃষ্টির ফলে জেলার ছোট বড় সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে, ছোট যমুনা নদীর পানি বিপদসীমার ১.২৪ সেন্টিমিটার এবং আত্রাই নদীর পানি বিপদসীমার ২.৩৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর পানি লিটন ব্রীজ পয়েন্টে বেড়ে ১৪.২০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি বেড়ে ১৭.৭২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার বেশ কয়েকটি বাঁধ হুমকীর সন্মুখীন ও নি¤œঅঞ্চল পালিত হওয়ার আশংঙ্কা করছেন বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।