Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরপুরে খাস জমি দখলকারী ও সরকারি কর্মচারিকে হুমকি দেওয়ায় জেল

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৫:৫৭ পিএম

করোনা মহামারীকালে সারাদেশের ন্যায় নাজিরপুরে চলছে শাটডাউন। বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি অফিসসমূহ। তবে বরাবরের মতোই শাটডাউন বাস্তবায়ন, আশ্রয়ন প্রকল্পে জমি বরাদ্দ, সরকারি স্বার্থ রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ উপজেলা প্রশাসনের অংশ হিসেবে করোনাকালেও নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে নাজিরপুর উপজেলা ভূমি অফিস ও এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসসমূহ। আজ ০৪ জুলাই ২০২১ তারিখ রবিবার মাটিভাঙ্গা ইউনিয়নে খাস জমিতে অবৈধভাবে বালু ভরাট করে গৃহ নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাখওয়াত হোসেন।
এসময়ে অবৈধ দখলকারী অতুলনগর গ্রামের মুত রুঙ্গুহাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার তাকে সরকারি কাজে বাঁধাপ্রদান ও ক্ষতিসাধনের হুমকি প্রদান করেন প্রকাশ্যভাবে। বিয়টি ঐ ভূমি সহকারৗ কর্মকর্তা সহকারৗ কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত তাকে জানালে তিনি সেইখানে উপস্তিত হয়ে অপরাধ চলমান ভ্রাম্যমাণ আদালতের সম্মুখে উদঘাটিত হওয়ায় অপরাধীকে দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত বলেন, "নাজিরপুরে শাটডাউনের সুযোগে খাস জমির অবৈধ দখলদারদের তৎপরতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উসরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ