Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন না মানার প্রবণতা বেশি

রাজধানীর চেকপোস্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০০ এএম

রাজধানীতে আইন-শৃংখলা বাহিনীর চেকপোস্টে নানা অজুহাতে বের হচ্ছেন সাধারন মানুষ। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়তের ক্ষেত্রে সাধারণ মানুষের আইন না মানার প্রবণতা বেশি লক্ষ করা গেছে। ডাক্তার দেখানো, শিশু খাদ্য ও নিত্য বাজার করার কথা বলে চেকপোস্ট পার হয়ে যাচ্ছেন অনেকেই। আবার অনেকের কারণ যুক্তিসঙ্গত না হওয়ায় ঘুনতে হয়েছে জরিমানা। চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন। ঘর থেকে বের হওয়ার পর মিথ্যা তথ্য দিচ্ছেন অনেকেই। সড়কে অধিকাংশই গার্মেন্টস বা অফিসের পরিচয় দিয়ে যেতে চাইছেন। অনেকেই ঠুনকো অজুহাত দাঁড় করিয়ে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সাধারণ মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে। মিথ্যা তথ্য দিতে গিয়ে অনেকইে ধরা পরছেন। কিন্তু এর পরেও ঘুর থেকে বে হওয়া মানুষের সংখ্য গত দু’দিনের চেয়ে বাড়ছে বলে মনে করছেন কর্মকর্তারা। গত বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

রাজধানীর যাত্রাবাড়ি গোলচক্করে কাঁচাবাজার করতে মোটরসাইকেল নিয়ে বের হন হামিদুর রহমান। গতকাল সকাল ১১টায় চেকপোস্টে পুলিশ বের কারণ জিজ্ঞাসা করতেই তিনি বললেন, একটু বাজার করতে গিয়েছিলাম। উত্তরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য বলেন, বাসার আশপাশে তো অনেক বাজার রয়েছে। তাছাড়া ভ্যানগাড়িতেও বাজার করা যায়। অনেকটাই অপ্রস্তুত হয়ে যাওয়া এ মোটরসাইকেল আরোহী বলেন, আছে, ভাবলাম এদিক থেকে বাজার নিয়ে যাই। যাব সামনেই। খুব বেশি দূরে যাব না।

সরেজমিনে দেখা যায়, এ সড়কে এমন বিভিন্ন অজুহাত দেখিয়ে পুলিশ চেকপোস্ট পার হতে চাইছে অনেকেই। অনেকেই কার্ড দেখিয়ে টিকা নিতে যাচ্ছেন বলে জানান। কেউবা জরুরি সেবার কথা বলে পার পাওয়ার চেষ্টা করছেন। অবশ্য সবার যুক্তি টিকছেও না। পুলিশ সদস্যরা অধিকাংশ গাড়িই ঘুরিয়ে দিচ্ছেন। কেবল উপযুক্ত প্রমাণ দেখাতে ও বলতে পারলেই চেকপোস্ট পার হয়ে যাওয়ার সুযোগ মিলছে যাত্রীদের।

গাবতলী ব্রিজের পুলিশ চেকপোস্টের দায়িত্বে থাকা দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট জি এম আবু সুফিয়ান বলেন, বর্তমানে সাধারণ জনগণের মুভমেন্ট অনেক কমে গেছে। যারা ঢাকার বাইরে যাচ্ছেন তারা জরুরি প্রয়োজনেই যাচ্ছেন। কেউ অসুস্থ, কারও আত্মীয়স্বজন মারা গেছেন এমন কারণেই ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে। আর যাদের মনে হয় অজুহাত দিচ্ছে, তাদের আমরা ফিরিয়ে দিচ্ছি। আজকে (শনিবার) এমন একজনকে ফেরত দিয়েছি যার ভাই মারা গেছেন বলে আমাদের জানান। পরে তার বাড়িতে কল দিয়ে জানলাম, কেউ মারা যায়নি। মানুষ এমন করলে আমাদের আর কী করার থাকে। এ চেকপোস্টে মো. শিবলু নামে এক শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে ২ হাজার টাকা। তিনি জানান, তার বাসা সাভারে। যাচ্ছিলেন উত্তরায় তাদের মুদি দোকানে। পথিমধ্যে এই চেকপোস্টে পুলিশের মুখোমুখি হন তিনি। পুলিশকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাকে জরিমানা করা হয়।

মালিবাগে হাবিব নামে এক ব্যবসায়ী জানান, তার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকার রয়েছে। পুরান ঢাকায় পরিচিত এক দোকান মালিকের কাছে যাচ্ছেন কিছু মাল কিনতে। কিন্ত মালিবাগ মোড়ে পুলিশ গাড়ি থামিয়ে ফিরে যেতে বলেছে। এ জন্য তিনি ফিরে যাচ্ছেন।

গতকাল দুপুরে কী করেন, কোথায় যাচ্ছেন? ম্যাজিস্ট্রেটের এমন প্রশ্নের জবাবে একটি পার্সেল সার্ভিস কোম্পানির কর্মী বলেন, মিরপুরের অফিসে যাচ্ছি। মোটরসাইকেল অফিসের নাকি নিজের? উত্তরে ওই কর্মী বলেন, অফিসের। ম্যাজিস্ট্রেট বললেন, কাগজ দেখান। কাগজে দেখা গেল মোটরসাইকেলটি তার নিজের। মিথ্যা বলায় সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম বলেন, নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়ে প্রতিষ্ঠানের কাজের অজুহাত দেখাচ্ছেন অনেকেই। এটি মন্ত্রিপরিষদের নির্দেশনার সঙ্গে কোনোভাবেই যাচ্ছে না। অপ্রয়োজনে মানুষ ঘোরাফেরা করছে, লকডাউন দেখতে বেরিয়েছ। এক্ষেত্রে আমরা তাদের জরিমানা করছি। জরুরি সেবার সঙ্গে যারা জড়িত তারা উপযুক্ত প্রমাণ দিয়ে যেতে পারছেন।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গত দুদিনের তুলনায় লকডাউনের তৃতীয় দিন রাস্তায় প্রাাইভেটকার ও রিকশাসহ বিভিন্ন যানবাহন ও মানুষের উপস্থিতি বেশি। যেখানে চেকপোস্ট সেখানে যানবাহন কম থাকলেও অন্যত্র অবাধে যান চলাচল করতে দেখা গেছে। তাদের কেউ প্রয়োজনে আবার কেউ বা ঠুনকো প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ