Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনায় ৩য় করোনা ইউনিট চালু

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

খুলনায় করোনার সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এ পর্যন্ত চালু হওয়া সরকারি দুটি ও বেসরকারি একটিসহ তিনটি হাসপাতালে ধারণ ক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। বাড়তি রোগীদের চাপ সামাল দিতে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শ্রমপ্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ভার্চুয়ালী উদ্বোধনের পর রোগী ভর্তি শুরু হয়েছে। প্রথমে দুইজন রোগী ভর্তির মধ্য দিয়ে সরকারিভাবে ৩য় এ করোনা ইউনিট চালু হলো। এখনো অনেক রোগী ভর্তির জন্য নাম তালিকাভুক্ত করেছেন। এখানে শুধুমাত্র করোনা পজেটিভ রোগীদের ভর্তি নেয়া হবে। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য জানান। এ হাসপাতালে প্রাথমিকভাবে ৪৫টি বেড রয়েছে। এছাড়া সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং আইসিইউ সুবিধা রয়েছে। তিন শিফটে প্রতিদিন দুজন চিকিৎসক ও দশজন নার্স রোগীদের সেবা প্রদান করবেন। জানা যায়, খুলনা মেডিক্যাল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩০ বেড, জেনারেল হাসপাতালে ৭০ বেড ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজের ১২০ বেডসহ ২৯০ বেড ধারণ ক্ষমতায় এতদিন করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। এখন আরো ৪৫টি বেড বৃদ্ধি করায় করোনা রোগীরা আরো বেশি চিকিৎসা সুবিধা পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ