Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা ছাত্রকে কুপিয়ে জখম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় মো. শামীম গাজী (২৫) নামের এক মাদরাসা ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম মধুখালী গ্রামে গত শুক্রবার সন্ধ্যায়। জমি বিরোধের জের ধরে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে শামীমের পারিবারিক সূত্র দাবি করেছে। কলাপাড়া থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পশ্চিম মধুখালী গ্রাম থেকে গতকাল শনিবার সকালে (২৫) মো.ফয়সাল বারী (২৫) ও হাবিব হাওলাদার (২৬ ) কে গ্রেফতার করেছে।
আহত মো. শামীম গাজীর পিতা মো. কাঞ্চন গাজী (৬০) জানান, শামীম পটুয়াখালী ওয়াজেদিয়া মাদরামার কামেলের ছাত্র। করোনা ভাইরাসের প্রকোপ থাকায় শামীম বাড়িতে আসে। ঘটনার সময় মো. ফয়সাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বড় ভাই ইসমাইল গাজীর বাড়ির উঠানে প্রবেশ করে রামদা, ছেনা, লোহার রড, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে শামিমের বাম পায়ের ও দু’হাতের রগ কেটে দেয়। আহত শামীমকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আহত শামীমের বাবা কাঞ্চন গাজী বাদী হয়ে গত শুক্রবার রাতে ৬ জনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. মাসুম জানান, জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে কাঞ্চন গাজী এবং আবদুল জব্বার গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শামীম গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের ডা. সায়মা সুলতানা জানান, শামীমের বাম পায়ের রগ কর্তন করা হয়েছে। এ ছাড়া তার ডান পা এবং দু’হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) জানান, আসামিদের দু’জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ