Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাউজান পৌর বাজেট পেশ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

রাউজান পৌরসভার ৫২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল সকাল ১১টায় পৌর মেয়র তাদের নিজস্ব কনফারেন্স কক্ষে রাউজান পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এবার মূল বাজেটে ধরা হয়েছে ৫২ কোটি ৯৭ লক্ষ ৩৮ হাজার ৭৩৯ টাকা।
এর পরিবর্তে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট আলোচনা করা হয়।
বাজেটের সার সংক্ষেপে মেয়র পারভেজ জানান রাউজান পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৮১৩ টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন আয় ধরা হয় ৪৪ কোটি ৫৭ লক্ষ ৫৭ হাজার ৯২৬ টাকা। অপরদিকে, পৌরসভার নিজস্ব রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন ব্যয় ধরা হয় ৪২ কোটি ৭০ লক্ষ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ