Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাঁটতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

নাটোর শহরের কানাইখালি এলাকার মডেল হাসপাতালে ভর্তিরত গ্যাস্ট্রিকের রোগী ভোরে হাঁটতে বেরিয়ে আবার লাশ হয়েই ফিরলেন। রোগীর নাম মনিরুল ইসলাম (৩২)। তিনি গতকাল শনিবার ভোরে হাটার উদ্দেশ্যে মডেল হাসপাতাল থেকে বের হয়ে নাটোর স্টেশন এলাকায় গিয়ে হঠাত মারা যান।
তার স্ত্রী সূচনা খাতুন জানান, তার স্বামী বৃপাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নৈশ্য প্রহরী কাম পিয়ন। তারা শুক্রবার দুপুরে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। তার স্বামী কিছু খাবার জন্য বের হয়েছিলেন। স্টেশন বাজারের প্রত্যক্ষদর্শী মেহেদী ও আলমগীর হোসেন জানান সকাল সাড়ে ৬টার দিকে উক্ত যুবক নাস্তা শেষে অটো রিকশায় ওঠার সময় রাস্তায় পড়ে যায়। পরে লোকজন এগিয়ে এসে বুঝতে পারে তিনি মারা গেছেন। এ সময় পুলিশে খবর দিলে পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান মনিরুল ইসলাম গুরুদাসপুর উপজেলার বৃপাথুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিক রোগে ভুগছিল। শুক্রবার কানাইখালি এলাকার বেসরকারি একটা হাসপাতালে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভর্তি হয়। পরে শনিবার ভোরে সকলের অগোচরে হাঁটতে বের হয়ে শহরের স্টেশন এলাকায় গিয়ে নাস্তা করে। এ সময় হাসপাতালে ফিরে আসতে গিয়ে রাস্তার উপরে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে তার স্ত্রী সূচনা খাতুন সেখানে গিয়ে লাশটি সনাক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ