Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগ বাড়ছে বেপজার ইপিজেডগুলোতে

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বিনিয়োগ বাড়ছে বেপজার ইপিজেডগুলোতে। জুলাই-২০১৫ থেকে জুন-২০১৬-এ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর অধীন ৮টি ইপিজেডের শিল্পসমূহে ৪০৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। বেপজা সূত্র জানায়, গত ২০১৫-১৬ অর্থবছরে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে ২০১৫ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার এবং ইপিজেডের শিল্পসমূহে বিনিয়োগ হয়েছে ৪০৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ গত অর্থবছরে দেশের মোট এফডিআই অর্থাৎ জাতীয় সরাসরি বৈদেশিক বিনিয়োগে বেপজার অবদান প্রায় শতকরা ২০ ভাগ। দেশের ৮টি ইপিজেডের মাত্র ২৩০৭ দশমিক ২৭ একর জমি থেকে বেপজা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০১৫-১৬ অর্থবছরে বেপজার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে বিনিয়োগে ৩৩৮ মিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অতিক্রম করেছে। গত অর্থবছরে মোট ১৬টি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে বেপজার বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই প্রতিষ্ঠানসমূহ শিল্প স্থাপনের জন্য ১৬৭ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ২০১৫-১৬ অর্থবছরে চট্টগ্রাম ইপিজেডে ১১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার, ঢাকা ইপিজেডে ৮০ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার, কর্ণফুলী ইপিজেডে ৬০ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার, আদমজী ইপিজেডে ৫৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার, কুমিল¬া ইপিজেডে ৩০ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার, মংলা ইপিজেডে ১৮ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার, ঈশ্বরদী ইপিজেডে ১৫ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার এবং উত্তরা ইপিজেডে ৩৩ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগ বাড়ছে বেপজার ইপিজেডগুলোতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ