পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খোলাবাজারে (ওএমএস) চাল-গম বিক্রি করা ডিলারদের কমিশনকে ভ্যাট অব্যাহতি দিয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করে। শিগগিরই গেজেট আকারে এটি প্রকাশ করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দেয়া সুবিধা বাধাহীন ও সুলভ করতে ডিলারদের কমিশনের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেয়া হলো। গত ২৮ জুলাই খাদ্য মন্ত্রণালয় থেকে এনবিআরে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ওএমএসসহ সুলভ মূল্যে চাল বিতরণ কার্যক্রমে নিয়োজিত ডিলাররা স্বল্প মেয়াদে দারিদ্র্য বিমোচন ও পুষ্টির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুলভ মূল্যে চাল-গম বিতরণের ক্ষেত্রে ডিলারদের নীতিমালার আলোকে পরিচালন ব্যয় দেয়া হয়ে থাকে। প্রতি কেজি চালের জন্য দেড় টাকা, গমের জন্য ১ টাকা করে পরিচালন ব্যয় দেয়া হয়। এসব কার্যক্রমে নিয়োজিত ডিলারদের খাদ্যশস্য উত্তোলন, পরিবহন, প্রযোজ্য ক্ষেত্রে দোকান ভাড়া, ওজনদার ও কর্মচারীদের পারিশ্রমিকসহ যাবতীয় ব্যয় এ পরিচালন ব্যয় থেকে নির্বাহ করা হয়। কিন্তু কোনো কোনো স্থানে ডিলারদের ওপর পরিচালন ব্যয়ের ওপর ভ্যাট না কাটার কারণে বাণিজ্যিক নিরীক্ষা বিভাগ আপত্তি উত্থাপন করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।