Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরের ৫ম শ্রেণীর ছাত্রী পারুল ২২ বছর কারোভোগের পরে সাধারন ক্ষমায় মায়ের কাছে ফিরল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৬:২৯ পিএম

পিরোজপুরের মঠবাড়ীয়া’র পারুল আক্তার ২২ বছর কারোভোগের পরে স্বাধিনতা দিবসের সাধারন ক্ষমায় কারামুক্তি লাভ করে মায়ের কাছে ফিরে গেছেন। তবে ১১ বছর বয়সের সে পারুলের বয়স এখন ৩৫। মাঝে তার অসহায় পিতাও এ দুনিয়া থেকে চলে গেছেন মেয়েকে কারান্তরীন রেখে। ১৯৯৭ সালে বোনের মেয়ে পুকুরে পরে মৃত্যু বরন করার পরে মঠবাড়ীয়া থানা পুলিশ ৫ম শ্রেণীর ছাত্রী পারুলকে একমাত্র আসামী করে মামলা দায়ের করে। ১৯৯৮ সালে ঐ মামলায় শিশু পারুলের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয় পিরোজপুরের আদালত।

অতি সম্প্রতি তাকে বরিশাল কারাগারে স্থানন্তরের পরে বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরের প্রবেসন অফিসার সাজ্জাদ পারভেজের নজরে আসে। সে বিষয়টি জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারকে অবহিত করলে তিনি পারুলকে স্বাধিনতা দিবসের সাধারন ক্ষমায় মুক্তি দেয়ার প্রস্তাব পেস করেন।
স্বরষ্ট্র মন্ত্রনালয় পারুল বেগমের সাজার মেয়াদ কমিয়ে তাকে মুক্তি দেয়ার আদেশ দিলে সম্প্রতি সে কারামূক্ত হয়ে বাড়ীতে মায়ের কাছে ফিরে গেছে। বরিশালের জেলা প্রশাসক সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় পারুলের জীবীকা নিবর্হের জন্য একটি সেলাই মেশিন উপহার দিয়ে বাড়ীতে পৌছে দিয়েছে। পাশাপাশি তাকে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর দেয়ার বিষয়টিও পিরোজপুরের জেলা প্রশাসনের মাধ্যমে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

পারুল কারাবন্দী থাকাবস্থাই তার অসহায় পিতা মৃত্যুবরন করেছেন। অর্র্থের অভাবে নি¤œ আদালতে পারুলের কারদন্ডাদেশের বিরুদ্ধে আপীল করার সামর্থ তার ছিল না। তবে ১৯৯৭ সালে ৫ম শ্রেণীতে পড়াবস্থায় পারুলকে একটি ফৌজদারী মামলায় আসামী করা হলেও তখন তার বয়স কত ছিল তা বিবেচনায় নেয়া হয়নি বলেও পারুল এবং তার পরিবার সহ প্রতিবেশীদের অভিযোগ রয়েছে। পুরো বিষয়টি পুনরায় তদন্ত করারও দাবী উঠেছে বিভিন্ন মহল থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ