Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে শাহজালায় (রহ.) মাজারে ৭০২তম ওরস শুরু, কাল আখেরী মোনাজাত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৫:৫৫ পিএম

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সিলেট হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২ তম বার্ষিক ওরস আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে হয়েছে শুরু। লোকসমাগম ব্যতিরেখে ওরসের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে মাজার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০টায় রীতি অনুযায়ি গিলাফ টানানো হয় মাজারে। এরপর খতমে কোরআন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত আকারে পালন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমান বলেন, রীতি অনুযায়ি বৃহস্পতিবার সকাল ১০টায় মাজারে গিলাফ চড়ানো হয়। কাল (শুক্রবার) দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা। সম্প্রতি ওরসকে কেন্দ্র করে যাতে কেউ মাজারে না আসেন সেজন্য জানানো হয়েছিল অনুরোধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ