বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘায় বিজিবির অভিযানে ১০ হাজার পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মাহাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন, মনিগ্রাম গ্রামের কালু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল ও হরিরামপুর গ্রামের মাসুদ আলীর ছেলে উকিল আলী বুধবার দুপুর দেড়টার দিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল নিয়ে মনিগ্রাম বাজারের দিকে আসছিল। তারা হরিরামপুর এলাকায় পৌছলে বিজিবি’র উপস্থিত টের পেয়ে ইয়াবা ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে এগুলো উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক আহাদ আলী বাদি হয়ে ওই তিনজনের নামে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিনজনকে আসামী করে একটি মামলা করেছেন বিজিবি। তাদের গ্রেফতার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।