Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইনফিনিক্সের শুভেচ্ছাদূত হলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৩:২৬ পিএম

প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি বিশ্বে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের শুভেচ্ছাদূত হিসেবে তিশার সঙ্গে চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুসারে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ও বিভিন্ন ডিভাইসের প্রচারে তানজিন তিশাকে অংশ নিতে দেখা যাবে। বাংলাদেশে নিজেদের তৈরি স্মার্টফোনের মান এবং পণ্য সম্পর্কে গ্রাহকদের জানাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ইনফিনিক্স। এরই অংশ হিসেবে ইনফিনিক্স মোবাইলের প্রচারণায় যুক্ত হলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা

এ প্রসঙ্গে অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘তরুণদের পছন্দের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশাবাদী। উঠতি স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দ্রুত বর্ধনশীল বাজারে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বাজেটবান্ধব আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও উদ্ভাবনী পণ্য নিয়ে নিয়মিতই নিজেদের জানান দিচ্ছে ইনফিনিক্স। ধারাবাহিকভাবে পণ্যের প্রযুক্তিগত মান, আধুনিক ডিজাইন এবং গুণগত মান ধরে রেখে তরুণ প্রজন্মের পছন্দের হয়ে উঠা এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক সম্মানের।’

ইনফিনিক্সের বাংলাদেশ অফিস জানায়, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তানজিন তিশার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াতে ইনফিনিক্স পরিবার এবং সংশ্লিষ্টরা অনেক খুশি। আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারকারী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপযুক্ত একজন প্রতিনিধি তানজিন তিশা। তাই আশা করা যাচ্ছে, দেশজুড়ে সব পর্যায়ের বিশেষ করে তরুণদের কাছে ইনফিনিক্স ব্র্যান্ডটির সুনাম বাড়াতে পারবেন এই মডেল-অভিনেত্রী।’



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ১ জুলাই, ২০২১, ৩:৩৮ পিএম says : 0
    শুভেচ্ছা রইল শুনে আনন্দিত,আমি তানজিন তিশার লোক তাহার অভিনয় দেখতে আমার ভালে লাগে,তানজিন তিশা সব সময় পর্দা শীল ভাবে চলা ফেরা করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ